সোমবার, ১৬ মে, ২০১৬, ০৮:৪২:১৫

কাফনের কাপড় পরে ভোট চাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী

কাফনের কাপড় পরে ভোট চাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী

মৌলভীবাজার : কাফনের কাপড় পরে ভোট চাচ্ছেন স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থী।  ঘটনাটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের।

২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান সুফি শেষবারের মতো নির্বাচিত হতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে গ্রামে গ্রামে ভোট চাচ্ছেন।

নিজ এলাকায় উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দিয়ে এভাবেই ভোট প্রার্থনা করছেন তিনি।

জানা গেছে, কমলগঞ্জ সদর ইউনিয়নে এক সময় শফিকুল ইসলাম সুফি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।  তিনি গত ৪ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে একবারের জন্যও জয়ী হতে পারেননি।

এবারো শফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এবারের নির্বাচনে তিনি জয়ী হতে ভোটারদের সমর্থন আদায়ে ব্যতিক্রমধর্মী প্রচারণার আশ্রয় নিয়েছেন।

প্রতীক বরাদ্দের পর শফিকুল ইসলাম নিজের শরীরে কাফনের কাপড় জড়িয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা চাচ্ছেন।

উঠান বৈঠক ও পথসভায় প্রকাশ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এটা আমার শেষ নির্বাচন। কাফনের কাপড় আমার গায়ে রয়েছে।  আমাকে একটি ভোট দেন।

রোববার রাতে ভানুগাছ বাজার চৌমুহনা ও ভেতর বাজারে এক পথসভায় বলেন, যদি তিনি নির্বাচিত না হন তা হলে ইউনিয়নবাসী যেন সাথে থাকা কাপনের কাপড় দিয়ে তার দাফন সম্পন্ন করেন।

সোমবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম সুফি বলেন, শেষ নির্বাচন উপলক্ষে সাথে কাফনের কাপড় নিয়ে প্রচারণা চালাচ্ছেন।  

তিনি পরাজয়ের পর এলাকাবাসীর সাথে ছিলাম ও আছি।  এবার শেষ নির্বাচন হিসেবে একবার যেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন সেই প্রত্যাশা ইউনিয়নবাসীর কাছে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে