শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০৯:২৫:১২

শ্রীমঙ্গলে ঈদের জামাতে স্বেচ্ছাসেবক পাহারাদার হিন্দুরা

শ্রীমঙ্গলে ঈদের জামাতে স্বেচ্ছাসেবক পাহারাদার হিন্দুরা

মৌলভীবাজার : পবিত্র ঈদুল ফিতরের দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শাহী ঈদগাহে ঈদের জামাতে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক ছিলো। এদের অনেকেই ছিলো সনাতন (হিন্দু) ধর্মের অনুসারী! এই স্বেচ্ছাসেবকরা ভোর চারটা থেকে ঈদের জামাত শেষ হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যা দেশের ইতিহাসে সম্প্রিতির উজ্জল নমুনা।

শ্রীমঙ্গল এ এক অসাধারণ সুন্দর পরিবেশ! এদিকে মুসলিমরা নামাজ আদায় করলেন আর অন্যদিকে হিন্দু স্বেচ্ছাসেবক যুবকরা নিরাপত্তার জন্য দাড়িয়ে পাহারা দিলেন! এমনই এক সুন্দর ধর্মিয় সম্প্রীতির উদাহরণ হয়ে থাকলো শ্রীমঙ্গল!

উল্লেখ্য-শ্রীমঙ্গল শাহী ঈদগাহ কমিটির চেয়ারম্যান সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির একজন সমন্বয়ক ছিলেন ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়। তার নেতৃত্বে ১০ জন হিন্দু স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।

স্থানীয়রা জানান, সারাদেশে যদি এভাবে একজনের উৎসবে আরেকজন সহযোগিতা করে তাহলে বাংলাদেশের মধ্যে কোনো হিংসা বিভেদ থাকবে না বলে মনে করছে সচেতন মহল।
৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে