সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০১:৪৫:১১

মেহেরপুর আইনজীবী সমিতির ভবনে বোমা

মেহেরপুর আইনজীবী সমিতির ভবনে বোমা

মেহেরপুর: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির ভবনের সিঁড়ির নিচ থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্ট রোডে অবস্থিত ভবনটি থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

এ সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে ১শ পিচ লিফলেটও উদ্ধার করেছে পুলিশ। আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে লিফলেটে কী লেখা রয়েছে তা কাউকে পড়তে দেয়া হয়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে কয়েকজন আইনজীবী অফিসে ঢুকতে গিয়ে দোতলা ভবনের প্রথম তলার সিঁড়ির নিচে কয়েকটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে বোমাগুলো উদ্ধার করে। কী কারণে কারা বোমাগুলো এখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন জানান, বিষয়টি নিয়ে আইনজীবীদের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে। বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে সত্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
১১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে