শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ১০:২৫:১১

টর্নেডোর হানায় লক্ষ্মীপুরে ঘরবাড়ি লণ্ডভণ্ড

টর্নেডোর হানায় লক্ষ্মীপুরে ঘরবাড়ি লণ্ডভণ্ড

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে টর্নেডোর হানায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও স্থাপনা বিধ্বস্ত হয়েছে।  এর মধ্যে কয়েকটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে যায়।

এতে অর্ধশতাধিক গাছপালা উপড়ে পড়ে।  আতঙ্কে আহত হয়েছেন নারীসহ অন্তত পাঁচজন।

আজ শনিবার বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর, পূর্ব নন্দনপুর গ্রাম এবং লক্ষ্মীপুর পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের সাবেক ওয়াপদা অফিস এলাকার ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়।

স্থানীয়রা জানান, টর্নেডোর সময় ভয়ে পূর্ব নন্দনপুর গ্রামের স্কুলছাত্রী মরিয়ম (১৩), লাকী আক্তার (২২), সিএনজিচালিত অটোরিকশাচালক ফারুক হোসেনসহ (২৮) পাঁচজন আহত হন।

এদের মধ্যে মরিয়ম আক্তারকে অচেতন অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে।  ঘটনার সময় দালাল বাজার পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর ভেঙে পড়ে।  সামনের সড়কের পাশের খালে একটি মালবাহী পিকআপ ভ্যান পড়ে যায়।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম জানান, টর্নেডোর আঘাতে ১৬টি ঘরবাড়ি ও বেশকিছু স্থাপনা বিধ্বস্ত হয়েছে।  টর্নেডোর আঘাতে ছোট-বড় গাছ উপড়ে পড়েছে।  আহত হয়েছে অনেকে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আর্থিক সহযোগিতা করা হবে।  এ জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে