মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০৪:০৫:৪৮

'প্রিয়তমা'কে সন্দেহভাজন জঙ্গির আবেগঘন চিঠি

'প্রিয়তমা'কে সন্দেহভাজন জঙ্গির আবেগঘন চিঠি

কুড়িগ্রাম: শহরের একটি ছাত্রাবাস থেকে রোববার বিকালে জঙ্গি সন্দেহে কুড়িগ্রাম সরকারি কলেজের ৪ শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের একজনের নাম সাহজামাল। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে 'জড়িয়ে পড়লেও' ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে রয়েছে তার গভীর প্রেম। অন্যদিকে নেতার হুকুম পালনে সে বদ্ধপরিকর। এ রকম এক পরিস্থিতে সাহজামাল আবেগঘন এক চিঠি লিখেছে তার 'প্রিয়তমা'র উদ্যেশে। আটকের পর তার পকেট থেকে ওই চিঠিটি উদ্ধার করা হয়।
 
চিঠিতে লেখা ছিল- 'প্রিয়তমা পত্রের শুরুতে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। দৈর্ঘ্য (দীর্ঘ) দিন ধরে তোমার সাথে সম্পর্ক করে এসেছি। যদি আমার অজানায় ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর তোমার সাথে আমার যে ওয়াদা ছিল তা আর রাখতে পারলাম না। কারণ আমি এমন এক সংগঠনের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, তা দুনিয়াতে আমার জন্য কয়েদখানা এবং পরকালে রয়েছে আল্লাহর জান্নাত, তাই এই শহীদী কাফেলার নেতার হুকুম অমান্য করতে পারি না। শহীদ হতে কোনো ভয় নেই। - সা'


(চিঠির শেষে সাংকেতিক 'সা' লেখা ছিল। সম্ভবত তার নামের প্রথম অক্ষর।) প্রসঙ্গত, শিক্ষার্থীদের কাছে ধরা পড়ার পর সাহজামাল নিজেই তার প্রেমের বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।-যুগান্তর

১৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে