বুধবার, ২০ জুলাই, ২০১৬, ১০:৩৪:২৫

৪ পত্রিকার নিবন্ধন বাতিল

৪ পত্রিকার নিবন্ধন বাতিল

চুয়াডাঙ্গা : নিবন্ধনের পর নিয়মিত পত্রিকা প্রকাশ না করায় চুয়াডাঙ্গার ৪টি পত্রিকার নিবন্ধন (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ২টি দৈনিক, একটি সাপ্তাহিক ও একটি মাসিক পত্রিকা।

গত ১৬ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) অধ্যাদেশ ১৯৭৩ এর ৭ ধারা অনুযায়ী নিম্মবর্ণিত পত্রিকাগুলো নিয়মিত প্রকাশে ব্যর্থ হওয়ায় পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হলো।

ডিক্লারেশন বাতিল ঘোষিত পত্রিকাগুলোর স্বত্ত্বাধিকারির নামের তালিকায় রয়েছে চুয়াডাঙ্গা আরামপাড়ার একেএম জাহাঙ্গীর আলমের (জেড আলম ) দৈনিক বাংলার খাসখবর, পোস্ট অফিস পাড়ার সামসুল আলমের (শেখ সেলিম) সাপ্তাহিক চুয়াডাঙ্গা বার্তা, শহীদ আবুল কাশেম সড়কের আজম আকতার জোয়ার্দ্দার মালিকানায় (পিন্টু) মাসিক আলোকিত আগামী ও নীলমনিগঞ্জের মো. মোস্তাফিজুর রহমানের দৈনিক আলোকিত দেশ।
২০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে