শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৩:৪৮:২৮

‘মাদরাসার শিক্ষার্থীরা কখনো জঙ্গি হয় না’

‘মাদরাসার শিক্ষার্থীরা কখনো জঙ্গি হয় না’

ফেনী: মাদরাসার শিক্ষার্থীরা কখনো জঙ্গি হয় না, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত। জঙ্গিরা যে বিধর্মী হত্যা করছে শুধু তা না, তারা মাওলানাকে হত্যা করছে, পীর আউলিয়াকে হত্যা করছে। মসজিদে, ঈদগাহে যারা হামলা করছে তাদের মানুষের শত্রু বলে অভিহিত করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের আলীয়া মাদরাসা মাঠে সন্ত্রাস ও জঙ্গিবারবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, যারা বিপথগামী যার ভুল পথে গেছে তাদের জন্য বার্তা মুসলমানের এই বাংলার জনগণ জঙ্গিবাদ পছন্দ করেন না।

বাংলার মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশকে বিপথগামী করে দেয়া ইহুদিদের ষড়যন্ত্র। যারা আমাদের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য হুমকি তাদের ব্যাপারে কোনো দল নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।

জেলা পুলিশ সুপার রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল হক, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।


সমাবেশ শেষে আইজিপি বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন ও মহিপালে পুলিশ ম্যাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।-এমজমিন

২২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে