মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ০৭:৪০:০৩

শোলাকিয়ায় উদ্ধার হওয়া গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনী

শোলাকিয়ায় উদ্ধার হওয়া গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনী

কিশোরগঞ্জ : ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় গ্রেফতার জাহিদুল হক ওরফে তানিমকে ফের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তার মামলার শুনানি শেষে কিশোরগঞ্জ ১ নম্বর বিচারিক আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া একই দিনে শোলাকিয়ায় জঙ্গি হামলার সময় উদ্ধার করা একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে আসা সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল সোমবার দুপুরে জেলা শহরের অদূরে নির্মাণাধীণ নতুন কারাগারের ভেতরের খোলা মাঠে উদ্ধার করা গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায়। গ্রেনেডটি খুবই শক্তিশালী ছিল বলেও পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশের তল্লাশি চৌকিতে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের ২ সদস্য, এক নারী ও জঙ্গিসহ চারজন নিহত হন।

২৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে