শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৩:৩৩:৪০

দেড় মণ পেঁয়াজে ১ কেজি ইলিশ!

দেড় মণ পেঁয়াজে ১ কেজি ইলিশ!

ফরিদপুর : ফরিদপুরের সালথায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে।  চলছে পেঁয়াজ তোলার ধুম।  উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিটি গ্রামের পেঁয়াজ তোলা প্রায় শেষের দিকে।  

উপজেলার বিভিন্ন হাট-বাজারে ৬শ’ টাকা দরে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে।  স্থানীয় বাজারে ১ কেজি ইলিশ মাছের ৮০০ থেকে ১ হাজার টাকা।

স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কম হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  বাজারে দেড় মণ পেঁয়াজের দাম দিয়ে ১ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।

সালথার পেঁয়াজ চাষিদের অনেকেই জানান, এ বছর প্রতি মণ পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে ১১০০ থেকে ১২০০ টাকা।  বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা।

তারা জানান, প্রতি মণ পেঁয়াজে কৃষকদের প্রায় ৫০০ টাকা লোকসান হচ্ছে।  পেঁয়াজের দাম এরকম থাকলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবে।  পেঁয়াজের দাম কমে যাওয়ায় নিরাশ হয়ে পড়েছেন পেঁয়াজ চাষিরা।  

পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ব্যবসায়ী জানান, এবার পেঁয়াজের বাজার দর কম থাকায় কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ব্যবসায়ীদেরও লাভের চেয়ে লোকসান বেশি হচ্ছে।  এরপরও লাভের আশায় ব্যবসা ধরে রাখছি।

সদর বাজারের আড়তদাররা জানান, এবার শুরু থেকে বাজারে পেঁয়াজের দাম কম থাকায় বেশির ভাগ চাষি বিক্রি না করে পেঁয়াজ ঘরে রেখে দিচ্ছে। ফলে ঘরে থাকা অধিকাংশ পেঁয়াজে পচন ধরেছে।

তারা জানান, একদিকে পেঁয়াজে পচন ধরেছে, অন্যদিকে দাম কম হওয়ায় সমস্যার মধ্যে পড়েছে কৃষকরা।  পেঁয়াজ বাজারের ইজারাদারেরও লোকসানের ভাগ নিতে হচ্ছে।

স্থানীয় বাজারে যদি পেঁয়াজের মুল্য যদি বৃদ্ধি পায় তাহলে চাষিদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে জানান তারা।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে