সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৬:৫৫:০৫

১৯ পুলিশ সদস্য আটক

১৯ পুলিশ সদস্য আটক

পাবনা : ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেয়ার মামলায় ১৯ পুলিশ সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আজ সোমবার পাবনা থেকে তাদের আটক করেন।

সোমবার তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর।

দুদক সূত্র জানায়, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে শিক্ষানবিশ কনস্টেবল পদে যোগ দেন তারা।  

২০১২ সালে নিয়োগ পাওয়ার পর ওই ঘটনা প্রকাশ পেলে অনুসন্ধানে নামে দুদক।  পরে ২০১৪ সালের নভেম্বরে সিরাজগঞ্জ থানায় ৪০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় চাকরি নেয়া ২০ জনের সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেয়া ওই ২০ জনের বাবাকেও আসামি করা হয়।

গ্রেপ্তারকৃত ১৯ পুলিশ সদস্য হলেন মো. আইয়ুব আলী, মো. কামরুল ইসলাম, আবদুল কুদ্দুছ শেখ, মো. আলী আব্বাছ, মোহাম্মদ আলী, মো. সবুজ মিয়া, মো. আবু হানিফ, মো. সাইফুল ইসলাম, মো. ফেরদৌস, মো. সাইফুল ইসলাম, মো. হায়দার আলী, মো. বুদ্ধি মিয়া, সুমন কুমার সরকার, মো. শহিদুল ইসলাম, মো. আবদুল আউয়াল, মো. আমিরুল ইসলাম, মো. আল আমিন, মো. সোহেল রানা ও মো. সুমন আহম্মেদ।
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে