শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৫:২৪:৪০

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের জাকারিয়া

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের জাকারিয়া

ইসলাম ডেস্ক : বাহরাইনে অনুষ্ঠিত শেখ জুনাইদ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়  ৬০টি দেশের মধ্য প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া।

গতকাল বৃহস্পতিবার বাহরাইনের জাতীয় মসজিদ আল-ফাতেহে অনুষ্ঠিত হয় বিশ্ব কুরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিশ্বের মোট ৬০টি দেশ অংশগ্রহণ করে।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশসহ বিশ্ব বরেণ্য ওলামা মাশায়েখ ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রথম স্থান অর্জনকারী হাফেজ জাকারিয়াকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হয়।

হাফেজ জাকারিয়াকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা দেয়ার জন্য বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধও করা হয়েছে।
 
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে