সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭, ১২:৩৬:৪২

প্রতি তিন দিনেই কুরআন খতম দেন ১শ’বছরের এই বৃদ্ধ

প্রতি তিন দিনেই কুরআন খতম দেন ১শ’বছরের এই বৃদ্ধ

ইসলাম ডেস্ক: সাধারণত সবাই এটা জানে, বয়স হলে মানুষের স্মৃতিশক্তি অনেক লোপ পেয়ে যায়। আর বাস্তবতা তো তাই! কিন্তু সবার এমন ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছেন, সৌদি আরবের মুমলাকাত জেলার জুলফি অঞ্চলের অধিবাসী ১শ’ বছর বয়সী বৃদ্ধ শায়খ মুহাম্মদ আস-সুইকত।

আল কুরআন প্রেমিক শতাব্দীছোঁয়া এ বৃদ্ধ মাত্র ৩ দিনেই পূর্ণ কুরআন কারিমের খতম দিয়ে থাকেন। মুহাম্মদ আস সুইকত বর্তমানে তিনি নিজ এলাকার এক মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজার হাজার লোক শায়খ মুহাম্মাদের ভিডিও ক্লিপটি পছন্দ করেছেন। আর তাকে স্বাগত জানিয়ে অনেকেই তার প্রশংসা করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
১৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে