মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭, ০১:৩৯:১১

আরব আমিরাতে কোরান প্রতিযোগিতায় প্রথম স্থান দখল চট্টগ্রামের লাবিবার

আরব আমিরাতে কোরান প্রতিযোগিতায় প্রথম স্থান দখল চট্টগ্রামের লাবিবার

ইসলাম ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশন আয়োজিত তেলোয়াতে কোরআন প্রতিযোগিতার ফাইনাল শনিবার (১০ জুন) অনুষ্ঠিত হয়েছে। এদিন সাড়ে ৩টা থেকে শারজাহ রেডিসন ব্লু হোটেলে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় হিফজুল কোরান বিভাগে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে চট্টগ্রামের মেয়ে লাবিবা হাফেজ। ১০ বছরের লাবিবা অসংখ্য হাফেজে কোরানকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নেন।

গত শনিবার আমিরাতের শারজার রেডিসন ব্লু হোটেলের ৬ শতাধিক আমন্ত্রিত অতিথির সামনে লাবিবা গ্রান্ড ফাইন্যালে অসাধারন তেলোয়াতে নিজেকে বিজয়ের চুড়ায় অধিষ্ঠিত করেন। সাথে জিতে নেন সাত হাজার দিরহাম ক্যাশ ও বিভিন্ন উপহার সামগ্রী।

লাবিবা চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার হাফেজ মাওলানা আজিজুল হকের মেয়ে। সে মা বাবার সাথে আমিরাতের আল আইনে বসবাস করেন। লাবিবার পরিবারে তিন ভাই বোনের মধ্যে সবাই হিফজুল কোরান বলে জানা যায়।

লাবিবা ছাড়া এ প্রতিযোগিতায় তেলোয়াতে কোরান ছেলেদের ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ হিসাম। মেয়েদের ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন খাদিজা হাফেজ। হিফজুল কোরান বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন মহসিন মাহমুদুল,তৃত্বীয় আব্দুর রহমান, ৪র্থ সাদ্দিয়া আহলাম, ৫ম আব্দুল্লাহ মাহমুদুল।

উল্লেখ্য যে, প্রতিবারের মত এবারও দীর্ঘ প্রস্তুতি, বাছাই পর্ব ও বিভিন্ন রাউন্ড শেষে অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাত বাংলা কমিউনিটির অন্যতম আয়োজন সৈয়দ আহাদ ফাউন্ডেশনের 'তেলোয়াতে কোরআন প্রতিযোগিতা'।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে