রবিবার, ২০ আগস্ট, ২০১৭, ১১:৪৬:১৮

ইসলাম প্রচারের আলোচনা-সমালোচনার কবলে অনন্ত জলিল

ইসলাম প্রচারের আলোচনা-সমালোচনার কবলে অনন্ত জলিল

ইসলামিক নিউজ: চিত্রনায়ক অনন্ত জলিল আলোচনায় আসতে গিয়ে যেন সমালোচনায় পড়ে যাচ্ছেন। ঘোষণা দিয়ে তাবলিগ জামাতে লোকজন আহ্বান করে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এরপর একের পর এক ছবি প্রকাশ, অতঃপর গতকাল ফাযায়েল আ'মাল নামে একটি ধর্মীয় গ্রন্থ হাতে নিজের ছবি পোস্ট করেন।

অনন্ত জলিলের তাবলিগ জামাতে থেকে দৈনন্দিন জীবনের বিভিন্ন ছবি কিংবা ঘোষণা দিয়ে এখানে যাব সেখানে যাব দিয়ে সোশাল মিডিয়ায় সরব থাকছেন, এতে অনেক ভক্তই অনন্ত জলিলের ওপর খুশি। কেননা তাদের প্রিয় নায়ক ইসলামের দাওয়াত দিচ্ছেন, এটা ভালো বিষয়।

অন্যদিকে বড় অংশই তার এসব কর্মকাণ্ডের সমালোচনা করছেন। কেন সমালোচনা করছেন? অনেকেই বলছেন অনন্ত জলিলের এসব শো-অফ। তিনি ধর্ম প্রচার করুন সমস্যা নেই, কিন্তু যেসব ছবি অনন্ত জলিল পোস্ট করছেন সেসব ছবিতে পরিহিত পোশাক শরিয়া মোতাবেক নয় বলেও অনেক ভক্ত মন্তব্য করছেন।  

এমনকি অনন্ত জলিল নিজের প্রচারণাই চালাচ্ছেন বলে সোশাল মিডিয়ায় অভিযোগ আসে। অবশ্য তিনি এর উত্তরও দিয়েছেন। অনন্ত আজ ফেসবুকে লিখেছেন, বন্ধুগণ, আমি কোনো কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছি না।
ফাযায়েলে আ'মাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয়, যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়।  আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আল্লাহ তায়ালাই ভালো জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমলের জন্য আল্লাহ তায়ালার কাছে সব সময় দোয়া করতে থাকি। বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম, দাওয়াত ও তাবলিগের কাজ করতে সক্ষম হই। বন্ধুগণ আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহ তায়ালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে