শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৩১:৪১

তিন ফিফটিতে দক্ষিণ আফ্রিকায় স্বস্তিতে টাইগাররা

তিন ফিফটিতে দক্ষিণ আফ্রিকায় স্বস্তিতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : তিন ফিফটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের স্বস্তিদায়ক সূচনা করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ফিফটি করেছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। থিতু হয়ে আউট হয়েছেন ছন্দে ফেরার লড়াইয়ে থাকা সৌম্য সরকার ও সাব্বির রহমান। পুরোপুরি ব্যর্থ মাহমুদউল্লাহ ও লিটন দাস।

বেনোনির উইলোমুর পার্কে বৃহস্পতিবার তিন দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশে নেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোনো ক্রিকেটার। এরপরও দক্ষিণ আফ্রিকায় খেলা কতটা কঠিন তা টের পেয়েছে চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। তরুণ বাঁহাতি পেসার মাইকেল কোহেন কাঁপিয়ে দিয়েছেন অতিথিদের মিডল অর্ডার।

প্রথম বলে চার হাঁকিয়ে শুরুটা ভালো করেছিলেন তামিম ইকবাল। কিন্তু বেশিক্ষণ খেলতে পারেনি। পেশিতে টানা লাগায় ১৩ বল খেলেই মাঠ ছাড়েন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

চতুর্দশ বলে রানের দেখা পান সৌম্য। তিনিও শুরু করেন চার দিয়ে। টপ অর্ডারের আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে যোগ করেন ৭৩ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভালো কাটেনি ইমরুলের। নড়বড়ে হয়ে পড়েছে আত্মবিশ্বাস। সেটা ঠিকঠাক করে নেওয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া করেছেন তিনি। ফিরেছেন থিতু হয়ে, ৫১ বলে ৪টি চারে ৩৪ রান করে।

শেষ সিরিজটা খুব একটা ভালো যায়নি সৌম্যরও। শুরুতে সময় নেওয়া বাঁহাতি ব্যাটসম্যান এক সময়ে দ্রুত রান তুলছিলেন। নবম ওভারে হাঁকান টানা তিনটি চার। উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে শেষ তার ৪৩ রানের ইনিংস।

এরপরই নিজেদের সেরা জুটি পায় বাংলাদেশ। অধিনায়ক মুশফিকের সঙ্গে ১১৯ রানের চমৎকার এক জুটি উপহার দেন মুমিনুল।

৫৩ বলে পঞ্চাশ ছুঁয়ে মুমিনুল আউট হন ৬৮ রানে। তার ৭৩ বলের ইনিংসটি গড়া ৯টি চারে। এই উইকেট দিয়ে ছোটখাটো ধসে পড়ে বাংলাদেশ। চা-বিরতির আগে ১৩ বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যানের সঙ্গে মাহমুদউল্লাহ ও লিটনকে হারায় অতিথিরা।

চারটি উইকেটই নেন ১৯ বছর বয়সী কোহেন। বাঁহাতি পেসার দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকায় ঠিক কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে।

টেস্ট দলে ফেরা মাহমুদউল্লাহ টিকেন মাত্র এক বল। ৮৫ বলে ৬৩ রান করে ফিরে যান মুশফিক। উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন বিদায় নেন দুই বল খেলে।

২ উইকেটে ২১১ থেকে বাংলাদেশের স্কোর পরিণত হয় ৬ উইকেটে ২২০-এ। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সাব্বির রহমান। ১৮ রান করে মিরাজ ফিরে যাওয়ার পর দলকে তিনশ রানে নিয়ে যান সাব্বির। মিডল অর্ডার এই ব্যাটসম্যান ৯টি চারে অপরাজিত থাকেন ৫৮ রানে।

জবাবে প্রথম দিন শেষে ১ উইকেটে ২১ রান করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ।

দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা মুমিনুল বললেন, নিজের ইনিংস নিয়ে তৃপ্ত না হলেও দলের ব্যাটিং সন্তুষ্ট হওয়ার মতোই, ‘আমি ফিফটি নিয়ে সন্তুষ্ট নই। যদি অপরাজিত থাকতে পারতাম, নতুন বলটা খেলতে পারতাম তবে বেশি ভালো হতো। তবে সব মিলিয়ে এই কন্ডিশনে ব্যাটসম্যানরা ভালো করেছে, মানিয়ে নিতে পেরেছে।’

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ১ম ইনিংস : ৭৪.১ ওভারে ৩০৬/৭ ইনিংস ঘোষণা (তামিম ৫* আহত অবসর, সৌম্য ৪৩, ইমরুল ৩৪, মুমিনুল ৬৮, মুশফিক ৬৩, মাহমুদউল্লাহ ০, সাব্বির ৫৮*, লিটন ০, মিরাজ ১৮, তাসকিন ৮*; প্রিটোরিয়াস ১/৪৯, বোকাকো ১/৪৮, ওকুলে ০/৬২, কোহেন ৪/২৩, ভন বার্গ ১/৯৬, দু প্লয় ০/২২)

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ১ম ইনিংস : ৫.৩ ওভারে ২১/১ (ইয়াসিন ৯*, আইজ্যাক ১২; মোস্তাফিজ ০/১৩, শুভাশিস ০/৮, মিরাজ ০/০)।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে