শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ১০:১৯:০৫

সবচেয়ে কম বয়সে বাংলাদেশি আলভির হজ পালন, উপহার দিলেন সৌদি বাদশাহ্

সবচেয়ে কম বয়সে বাংলাদেশি আলভির হজ পালন, উপহার দিলেন সৌদি বাদশাহ্

ইসলাম ডেস্ক : বাংলাদেশ থেকে সবচেয়ে কমবয়সী হিসেবে এ বছর পবিত্র হজ পালন করেছেন কুমিল্লার ইফাজ আহাম্মদ আলভি (৫)। তিনি সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের উত্তর মাঝিগাছা গ্রামের চারু মিয়া কবিরাজ বাড়ির ঠিকাদার মো. জসিম উদ্দিন ও গৃহিনী মোসাম্মদ কোহিনূর আক্তারের একমাত্র ছেলে।

আলভি শহরের ছাতিপট্টিতে অবস্থিত কুমিল্লা দারুস্সুন্নাত দ্বীনিয়া একাডেমীর নার্সারি শ্রেণির ছাত্র।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজারেরও বেশি বাংলাদেশি হজ পালন করেন। এদের মধ্যে কুমিল্লার ইফাজ আহাম্মদ আলভি বয়সের দিক থেকে সর্ব কনিষ্ঠ।

এরই স্বীকৃতি স্বরূপ সৌদি বাদশাহ্’র পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর (১০ জিলহজ্ব) তারিখে মিনায় সৌদি সরকারের হজ অফিসে তাকে উপহার তুলে দেন সৌদি রাজকীয় মোয়াল্লেম মাহের আহমেদ জামাল আলাইল-১২৯। ওই দিন ১২টি দেশের সর্বকনিষ্ঠ হাজীদের হাতে একইভাবে উপহার তুলে দেওয়া হয়।

আলভির পিতা মো. জসিম উদ্দিন বলেন, তার ছেলে যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে সে জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে