শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭, ১১:২১:২৮

নারীদের নেইল পলিশ ব্যবহারে ইসলামের বিধান

নারীদের নেইল পলিশ ব্যবহারে ইসলামের বিধান

এক্সক্লুসিভ ডেস্ক: 

প্রশ্ন : নারীদের জন্য নেইল পলিশ ব্যবহারের বিধান কী?
পারভীন আক্তার, ইসলামবাগ, ঢাকা

উত্তর : বাংলাদেশে প্রচলিত নেইল পলিশ ব্যবহার করলে ব্যবহৃত জায়গায় পানি পৌঁছে না। পানি না পৌঁছলে অজু গোসল কোনোটিই শুদ্ধ হয় না, যা নামাজ সহিহ হওয়ার জন্য শর্ত। এতে নামাজও সহিহ হবে না।

এ জন্য মুসলিম নারীর জন্য নেইল পলিশ ব্যবহার জায়েজ নেই। তবে কোনো নারী চাইলে কেবল পিরিয়ডের সময় নেইল পলিশ ব্যবহার করতে পারবে। পিরিয়ড শেষে অজু বা গোসলের আগেই তা উঠিয়ে ফেলা আবশ্যক। [ফাতাওয়া আলমগিরী, খণ্ড : ১, পৃষ্ঠা : আপকে মাসায়েল, খণ্ড : ২, পৃষ্ঠা : ৭৫]
মুফতি আহসান শরিফ : প্রিন্সিপাল, মাদ্রাসাতুল বালাগ ঢাকা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে