রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০১:২৩:২৭

হজে বাংলাদেশের কোটা বাড়ছে

হজে বাংলাদেশের কোটা বাড়ছে

দীন ইসলাম: চলতি বছর হজের কোটা ১০ ভাগ বাড়ছে। ফলে বাংলাদেশের হজযাত্রীর কোটা এক লাখ  ২৭ হাজার ১৯৮ থেকে বেড়ে ১ লাখ ৪০ হাজার হতে পারে। সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তিতে কোটার বিষয়টি উল্লেখ থাকবে। হজচুক্তি নিয়ে আলোচনা করতে ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের টিম বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন।

এ টিমে আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. নাইম হাসান। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে সৌদি আরবকে হজে বাংলাদেশের চাহিদার কথা জানানো হয়েছে।

এ জন্য দুই দেশের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালিও হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সম্মতি পাওয়া যায়নি। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি বৈঠক করেছেন। ওই বৈঠকে চলতি বছর বাংলাদেশের জন্য ১০% কোটা বৃদ্ধির সম্ভাবনার বিষয়টি জানিয়েছেন।

বলেছেন, সৌদি সরকার হজযাত্রীর কোটা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত কোটা নিয়ে আলোচনা করতেই ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সৌদি আরব গেছেন। সেখানে সৌদি হজমন্ত্রীর সঙ্গে আলাপ- আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করার কথা রয়েছে। এর আগে গত বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দুই লাখ ১৩ হাজার ৭৮ জনের প্রাক নিবন্ধন সম্পন্ন হয়। কোটার অতিরিক্ত হজযাত্রীরা পরবর্তী বছরের জন্য অগ্রাধিকার তালিকায় থাকবেন। বর্তমান তালিকায় গত বছরের হজের আগে প্রাক নিবন্ধিত হজযাত্রীরা অগ্রাধিকার পেয়েছেন।

 কর্মকর্তারা জানিয়েছেন, এই ধারা অব্যাহত থাকবে। প্রাক নিবন্ধনও সারাবছর চালু থাকবে। এদিকে সৌদি আরবে হজযাত্রীদের ইমিগ্রেশন ভোগান্তি কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। দেশটি চিন্তা করছে দুই দেশে ইমিগ্রেশন না করে এক দেশে ইমিগ্রেশন সম্পন্ন করা যায় কিনা।
ধর্ম মন্ত্রণালয়ের এটা সম্ভব হলে হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে আর ৫-৭ ঘণ্টা বসে থাকতে হবে না। সৌদি আরব থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে এটা সম্ভব কিনা তার নানা কারিগরি দিক খতিয়ে দেখবে। ধর্মমন্ত্রী সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পরই সৌদি টিম বাংলাদেশে আসতে পারে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে