শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ০৮:২১:৫২

নারীদের চুলে সোনালি রং করা কি ইসলামের দৃষ্টিতে বৈধ?

নারীদের চুলে সোনালি রং করা কি ইসলামের দৃষ্টিতে বৈধ?

ইসলাম ডেস্ক : নারীরা চুলের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সময় কিংবা প্রতিনিয়ত রং করেন। সোনালী,বাদামী, লালচে প্রভৃতি রং নিজের চুলে ধারণ করার ক্ষেত্রে অনেক মুসলিম নারী দ্বিধাগ্রস্ত থাকেন। মনে প্রশ্ন জাগে নারীদের চুলে সোনালি রং করা কি ইসলামের দৃষ্টিতে বৈধ?

এমন প্রশ্নে মাওলানা উমায়ের কোব্বাদী নকশবন্দী হাদিসের উদ্ধৃতি দিয়ে জানান, নারীদের চুল কালো কলপ ব্যবহার করা বৈধ নয়। এছাড়া স্বামীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এবং পরপুরুষকে দেখানো উদ্দেশ্য না হলে নারীরা চুল বাদামী,সোনালী,লালচে প্রভৃতির কলপ দিয়ে রঙাতে পারেন। (রদ্দুল মুহতার: ৬/৫৬ আলমুগনি: ১/১২৭ আল-ফাতাওয়াল মুহিম্মাহ, লিনিসাইল উম্মাহ: ২৫)

তবে কোনো সেলিব্রেটি, ব্যভিচারী ও কাফের নারীর অনুকরণ কিংবা বেশধারণের মানসিকতা কাজ না করে। হাদিসে বলা হয়েছে, 'যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, সে সেই জাতির দলভুক্ত।' (মুসনাদে আহমদ, হাদিস: ৫১১৪)

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে