মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ১০:৪৭:৪৮

পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে, শবে বরাত ১ মে

পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে, শবে বরাত ১ মে

শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১ মে রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সাংবাদিকদের জানান, দেশের আকাশে আজ শাবান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে আগামীকাল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর শবে বরাত পালিত হবে আগামী ১ মে দিবাগত রাতে।

আরবি শাবান মাসের ১৫ তারিখে পালিত পূণ্যময় রাতকে শবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়। বিশ্বের মুসলমানরা নানা কারণে রাতটি পালন করে থাকেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে