শনিবার, ২৬ মে, ২০১৮, ১০:১৭:৪৬

আলহামদুলিল্লাহ্, চার দশক ধরে পবিত্র কাবা শরীফে আযান দেন বিলাল

আলহামদুলিল্লাহ্, চার দশক ধরে পবিত্র কাবা শরীফে আযান দেন বিলাল

ইসলাম ডেস্ক: আলহামদুলিল্লাহ, গত চার দশক ধরে পবিত্র কাবা শরীফের মুয়াযযিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার নাম আলি আহমেদ আল মুল্লা ওরফে বিলাল। বংশ পরম্পরায় সেই দায়িত্ব পেয়েছেন তিনি।

তার বাবা, দাদা, পরদাদা সকলেই কাবা শরীফের মুয়াযযিন হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। কাবা শরীফের প্রথম মুয়াযযিন হযরত বেলাল (রা.) এর নামানুসারে তার ডাক নাম রাখা হয় বিলাল।

কাবা শরীফের মুয়াযযিন হিসেবে দায়িত্বপালনকারী পরিবারে ১৯৪৫ সালে মক্কায় জন্ম হয় বিলালের। ১৯৭৫ সালে সরকারিভাবে নিয়োগ পান তিনি। তার চাচাতো ভাই শেখ আবদুল মালেক আল মুল্লা তার আগে সেই দায়িত্ব পালন করেছেন। তিনি না ফেরার দেশে চলে যাওয়ার পর দায়িত্ব পান বিলাল।

তিনি বলেন, যখন আমার বাবা আমাকে জানালেন যে, আমি পবিত্র কাবা শরীফের মুয়াযযিন হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি, আমি ভীষণ খুশি হয়েছিলাম। সেই খবর শুনে আমার অনেক বন্ধুবান্ধবও স্বাগত জানিয়েছে আমাকে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে