শনিবার, ২৬ মে, ২০১৮, ১০:২১:৩৬

বিশ্বের একমাত্র সিল্ক সুতার তৈরি পবিত্র কোরআন

বিশ্বের একমাত্র সিল্ক সুতার তৈরি পবিত্র কোরআন

ইসলাম ডেস্ক: বিশ্বের একমাত্র সিল্ক সুতার তৈরি কোরআনের কাজ শেষ হয়েছে। ব্রিটিশ ফাউন্ডেশন টারকোয়েস মাউন্টেইনের অর্থায়নে এই শ্রমসাধ্য কাজটি শেষ হয়েছে। আফগানিস্তানের ক্যালিগ্রাফির শত শত বছরের পুরনো ঐতিহ্য সংরক্ষণের জন্য এই কাজটি সম্পন্ন করেছেন স্থানীয় শিল্পীরা।

বিরল এই কোরআনে ৬১০ পাতার প্রতিটিতে নকশা করে তার মাঝখানে বাণীগুলো ক্যালিগ্রাফি করা হয়েছে। সিল্কের পাতায় এসব নকশা অঙ্কন ও বাণীগুলো লেখার জন্য ব্যবহার করা হয়েছে বাঁশ ও খাগড়ায় তৈরি কলম এবং সোনা, ব্রোঞ্জ, নীলসহ সব প্রাকৃতিক উপাদান থেকে তৈরি কালি। সিল্কে শোষিত হয়ে কালি যাতে ছড়িয়ে না যায়, সে জন্য সুতাগুলো বিশেষ দ্রবণ ব্যবহার করে প্রক্রিয়াজাত করা হয়েছে। এক হাজার ফুট সুতায় তৈরি কোরআনটি মোড়ানো হয়েছে ছাগলের চামড়ায়। সব মিলিয়ে এর ওজন দাঁড়িয়েছে ৮.৬ কেজি।

ক্যালিগ্রাফি খাজা কামারুদ্দিন চিশতি (৬৬) বলেন, ‘এ দেশে ক্যালিগ্রাফির যেনো মৃত্যু না ঘটে সেটা নিশ্চিত করাই ছিলো আমাদের অভিপ্রায়। এ লেখা আমাদের সংস্কৃতির অংশ।’

এদিকে টারকোয়েস মাউন্টেইন কর্তৃপক্ষ জানায়, সৌদি যুবরাজ বা লন্ডনের কোনো বই সংগ্রাহক আগ্রহী হলে তাঁরা কোরআনটির দাম ধরবেন এক লাখ থেকে দুই লাখ ডলার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে