রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৩:১২

মহানবী (সা.) এই ৭টি কাজ বিশেষভাবে করতে আদেশ করেছেন

মহানবী (সা.) এই ৭টি কাজ বিশেষভাবে করতে আদেশ করেছেন

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সঠিক সময়ে এবং নিয়মিত সালাত আদায়ের পাশাপাশি কিছু কাজ বিশেষ গুরুত্ব দিয়ে করতে আদেশ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মূলত ৭টি কাজ বিশেষভবে করতে আদেশ করেছেন।  এ সম্পর্কে বুখারী শরীফ, তিরমিযী ও মুসলীম শরীফে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে।


আরবি হাদিস
وَعَنْ أَبي عُمَارَةَ البَرَاءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ ﷺ بِسَبْعٍ: بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجَنَائِزِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَصْرِ الضَّعِيفِ، وَعَوْنِ المَظْلُومِ، وَإفْشَاءِ السَّلاَمِ، وَإبْرَارِ المُقسِمِ . متفقٌ عَلَيْهِ، هَذَا لفظ إحدى روايات البخاري

বাংলা হাদিস
আবূ উমারা বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি (কর্ম করতে) আদেশ করেছেনঃ (১) রোগী দেখতে যাওয়া, (২) জানাযার অনুসরণ করা, (৩) হাঁচির জবাব দেওয়া, (৪) দুর্বলকে সাহায্য করা, (৫) নির্যাতিত ব্যক্তির সাহায্য করা, (৬) সালাম প্রচার করা, এবং (৭) শপথকারীর শপথ পুরা করা। (বুখারি ১২৩৯, ২৪৪৫, ৫১৭৫, ৫৬৩৫, ৫৬৬০, ৫৮৩৮, ৫৮৪৯, ৫৮৬৩, ৬২২২, ৬২৩৫, ৬৬৫৪, মুসলিম ২০৬৬, তিরমিযি ১৭৬০, ২৮০৯)
২৬ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে