বুধবার, ০৩ অক্টোবর, ২০১৮, ১১:১৪:৩৩

এক মিনিটের কিছু আমল

এক মিনিটের কিছু আমল

আমিন মুনশি : জীবনের তাগিদে ব্যস্ত হয়ে যাচ্ছি আমরা। প্রতিনিয়ত কর্মব্যস্ত হয়ে থাকতে হচ্ছে আমাদের। তাই আজ এমন কিছু আমলের কথা আলোচনা করবো যেগুলো পালন করা খুব সহজ এবং সময় সাশ্রয়ী। যথাঃ ১. এক মিনিটে আপনি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি- আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি’ পড়তে পারেন।

অর্থঃ আল্লাহর পবিত্রতা ও প্রশংসা তাঁর সৃষ্টিকুলের সংখ্যার সমান, তাঁর সন্তুষ্টির সমান, তাঁর আরশের ওজনের সমান, তাঁর বাক্যমালার কালির সমান। এ দোয়াটি ১৫ বারের বেশি পড়তে পারেন। সাধারণ তাসবীহ ও জিকিরের চেয়ে এ বাক্যগুলো পাঠ করার সওয়াব অনেকগুণ বেশি। যেমনটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে সহীহ হাদিসে সাব্যস্ত হয়েছে।

২. এক মিনিটে আপনি আল্লাহর কাছে ১০০ বারের বেশি ইসতিগফার বা ক্ষমাপ্রার্থনা করতে পারেন। তথা ‘আস্তাগফিরুল্লাহ’ পড়তে পারেন। এটি ক্ষমাপ্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ-আপদ থেকে মুক্তি, সকল কাজ সহজীকরণ, বৃষ্টি বর্ষণ, সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম।

৩. এক মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন, যা দ্বারা আল্লাহ হয়ত এমন কোনো কল্যাণের পথ খুলে দিবেন যা আপনি ভাবতেও পারেননি।

৪. এক মিনিটে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ৫০ বার দরূদ পাঠ করতে পারেন। শুধু পড়বেন- ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। এর প্রতিদানে আল্লাহ আপনার উপর ৫০০ বার রহমত পাঠাবেন। কারণ, একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু তায়ালা ১০ বার এর প্রতিদান দান করেন।

৫. এক মিনিটে আপনার মন আল্লাহর কৃতজ্ঞতা, তাঁর ভালবাসা, তাঁর ভয়, তাঁর প্রতি আশা এবং তাঁর প্রেমে উদ্বেল হয়ে উঠতে পারে। এর মাধ্যমে আপনি আল্লাহর দাসত্বের স্তরসমূহ অতিক্রম করতে পারেন। হতে পারে সে সময় আপনি হয়ত আপনার বিছানায় শুয়ে আছেন অথবা কোন পথ ধরে হেঁটে যাচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে