শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ১১:১০:২৬

বিশ্বের সবচেয়ে ছোট কুরআন, রাখা সম্ভব একটি সুই বা পিনের মাথায়

 বিশ্বের সবচেয়ে ছোট কুরআন, রাখা সম্ভব একটি সুই বা পিনের মাথায়

ইসলাম ডেস্ক: তুরস্কে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের সবচেয়ে ছোট পাণ্ডুলিপি প্রদর্শনী চলছে। এটি মাইক্রোস্কোপ ছাড়া পড়া সম্ভব নয়।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনিসাফাক।

এদিন দেশটিতে প্রথমবারের মতো ক্ষুদ্রতম শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয় আয়ডিন প্রদেশের পশ্চিমাঞ্চলীয় কুসাদাসি জেলায়।

এতে নেকাতি কর্কমাজ নামের একজন ক্যালিগ্রাফি আর্টিস্টের হাতে লেখা বিশ্বের সবচেয়ে ছোট এই কুরআনসহ বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যেগুলো খোলা চোখে দেখা অসম্ভব।

কর্কমাজ বিশ্বের তিনজন ক্ষুদ্র ভাস্কর্য নির্মাতাদের একজন। তিন বছরে এক সেন্টিমিটার পরিমাপের এই কুরআন তৈরি করেছেন তিনি। একটি সুই বা পিনের মাথায় রাখা সম্ভব এটি। এক্ষেত্রে তিনি চুল দিয়ে তৈরি একটি ব্রাশ ব্যবহার করেছেন। অসামান্য এই কাজের জন্য তিনি রাতকেই বেছে নিয়েছেন।

এর আগে তিনি একটি মশুরির দানায় আল্লাহর ৯৯টি নাম এবং একটি চুলে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ লিখেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে