শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫৫:১৯

‘বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো’

‘বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো’

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফরে বিমানে যে যান্ত্রিক ত্রুটিতে বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকের কাছে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ''আল্লাহর অশেষ রহমত আমাদের নেত্রীকে হেফাজত করেছেন। সে দিনের সেই যান্ত্রিক ত্রুটিতে বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমাদের জীবনে কালো ছায়া নেমে আসতে পারত। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।''

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিমানে যে যান্ত্রিক ত্রুটি ঘটনা ঘটেছিল সেটা দুর্ঘটনা নাকি অবহেলা নাকি ইচ্ছাকৃত তা এখনও বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে উদাসীনতার পরিচয় পাওয়া গেছে। এ জন্য বিমানের পাঁচ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলছে। রিপোর্ট প্রকাশের পর এ সম্পর্কে মন্তব্য করা যাবে। এখন মন্তব্য করলে তদন্তে প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচিতে শুক্রবার সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ প্রার্থনার অনুরোধ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
 
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে