বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০১৭, ০১:৩৩:৩৮

ড. ইউনূসকে স্বর্ণপদক দিলেন নরেন্দ্র মোদি

ড. ইউনূসকে স্বর্ণপদক দিলেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য স্বর্ণপদকে ভূষিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতী বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে এ পদকে ভূষিত করা হয়।

গতকাল ঢাকার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে কয়েকজন নোবেলজয়ীকে ডাকা হয়। তাদের মধ্যে ড. ইউনূসও ছিলেন। সেই অনুষ্ঠানে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা। পাঁচ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন।

০৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে