রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ১০:২১:৩১

আল্লাহর নৈকট্য পেতে আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাগামী মানুষের ঢল, বাস-ট্রেনে উপচে পড়া ভিড়

আল্লাহর নৈকট্য পেতে আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাগামী মানুষের ঢল, বাস-ট্রেনে উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে কমলাপুর রেল স্টেশনে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় দেখা গেছে। রোববার ভোরে তীব্র শীত উপেক্ষা করে তারা স্টেশনে ভিড় করেন। আগত মুসল্লিদের মধ্যে যুবক, কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ রয়েছে। এদের মধ্যে বেশি চোখে পড়েছে বৃদ্ধদের। শেষ বয়সে আল্লাহর নৈকট্য পেতে তারা যোগ দিচ্ছেন তাবলিগ জামাতের এ বিশাল আয়োজনে।

রোববার সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, কেউ যাচ্ছিলেন একা। আবার কেউ কেউ দল বেধে। সবার গন্তব্য টঙ্গীর তুরাগ তীর। শুক্রবার থেকে শুরু হওয়া ইজতেমায় প্রথম ও দ্বিতীয় দিন যারা অংশ নিতে পারেননি তারা রোববার আখেরি মোনাজাতে অংশ নিতে  যাচ্ছেন।

ইজতেমা উপলক্ষে বিশেষ সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে টঙ্গী স্টেশনে যাতায়াত করা যাবে। এছাড়া বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

রোববার সকাল ১১টায় ইজতেমার আখেরি মুনাজাত অনুষ্ঠি হবে। ইজতেমার মূল প্রাঙ্গণের কাছে অবস্থান এবং যানজট এড়াতে মুসল্লিরা ট্রেন পথকেই বেশি বেঁচে নিয়েছেন। তাই শীত উপেক্ষা করে তারা সকাল থেকে টঙ্গী ট্রেনের সার্ভিসগুলোতে ভীড় করছেন।

যাত্রাবাড়ির বাসিন্দা হাজী জোবায়ের হোসেন জাগো নিউজকে বলেন, ট্রেনে সময় কম লাগে ও যানজট মুক্ত। তাছাড়া ট্রেনের স্টেশনও ইজতেমার খুব কাছে। সে জন্যই ট্রেনে যাচ্ছি। সড়ক পথে গেলে বহুদূর হাঁটতে হবে।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে