রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ১১:০৫:২৩

আলহামদুলিল্লাহ: আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে ছুটছেন নারীরাও

আলহামদুলিল্লাহ: আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে ছুটছেন নারীরাও

নিউজ ডেস্ক : রাজধানীর সব পথ মিলে গেছে টঙ্গীর তুরাগ তীরে। লাখ লাখ মসুল্লির পদধ্বনিতে তুরাগের আশপাশের এলাকা রূপ নিয়েছে মোমিনের কাফেলায়। ধর্মপ্রাণ মানুষেরা মিলিত হচ্ছেন আল্লাহর সান্নিধ্য পেতে। মহতি এই ময়দানে শরিক হতে থেমে নেই মুসলিম নারীরাও। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নারী মুসল্লিরাও ছুটে আসছেন মোনাজাতে শরিক হতে।

আজ রোববার বেলা ১১টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লাখো মুসল্লির এই সমাবেশে অংশ নিচ্ছেন নারীরাও। যানবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও পায়ে হেঁটেই ছুটছেন মোনাজাতে অংশ নিতে। অনেকে আবার দল বেঁধেও এসেছেন। ইসলামি পোশাক পরিহিতা নারীরা আল্লাহর সন্তুষ্ট অর্জনে যে কোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত অন্তত তাই প্রমাণ মিলছে বিশ্ব ইজতেমায়।

শনির আখড়া থেকে ছেলের সঙ্গে এসেছেন মা নাছিমা বেগম। মহাখালি থেকে হাঁটা শুর করেছেন সেই ভোর বেলায়। যাবেন এয়ারপোর্ট পর্যন্ত । ছেলে মাসুম বিল্লাহ বলেন, ‘মায়ের অনেক দিনের ইচ্ছা ইজতেমায় সরাসরি শরিক হয়ে মোনাজাত করবেন। আমি কয়েকবার এসেছি। এবার মাকেও সঙ্গে নিয়ে এসেছি।’

নাখাল পাড়ায় থাকেন নিফুলা ইয়াসমিন। সেখানকার কয়েক নারী মুসল্লির সঙ্গে তিনিও এসেছেন মোনাজাতে অংশ নিতে। বলেন, ‘এমন আয়োজনে আল্লার কাছে ফরিয়াত করতে পারা সৌভাগ্যের। লাখ লাখ মানুষ। একজনের উছিলায় অন্যজনকে আল্লাহ তায়ালা কবুল করতেই পারেন। এমন ময়দান দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে।’ -জাগো নিউজ।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে