রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০১:২৯:১৭

কেলেঙ্কারি: সুরঞ্জিতের সেই এপিএসকে জেল, জরিমানা

কেলেঙ্কারি: সুরঞ্জিতের সেই এপিএসকে জেল, জরিমানা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওমর ফারুক তালুকদারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ৫ বছরের কারাদণ্ড এবং এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ২ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান আসামির উপস্থিতে এ রায় দেন।

আসামির আইনজীবী পুর্নেন্দু দেবনাথ পিনাকি বলেন, ‘আসামি আদালত থেকে জামিন নিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন-২০০৪ এর ২৬(২) ধারায় দায়ের করা মামলায় অপরাধ প্রমাণিত না হওযায় আদালত আসামিকে খালাস দিয়েছেন আদালত। কিন্তু ২৭ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দিয়েছেন।’

২০১২ সালের ৯ এপ্রিল সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার, রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমাড্যান্ট এনামুল হক আটক হন। এ সময় তাদের কাছ থেকে ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন শুরু হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে একই  বছরের ১৪ আগস্ট তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে