শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:১০:২৭

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আধা বেলা হরতালের ডাক

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আধা বেলা হরতালের ডাক

নিউজ ডেস্ক: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে সিপিবি-বাসদ।  গতকাল সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা হয়।  এসএসসি পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াতে নিযুক্ত বাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান।  তাঁরা বলেন, সরকারের দুর্নীতি ও ভুলনীতির ফলে জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।  এর দায় জনগণের ওপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে।  তাঁরা আরও বলেন, চলমান লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে চাইছে সরকার।
২৪ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে