শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:১৮:৪১

পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পাসপোর্ট সেবা সপ্তাহ- ২০১৭ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। শনিবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁও পাসপোর্ট অধিদফতরে বেলুন উড়িয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন তিনি।


পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীসহ অন্যরা উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কুরিয়ারের মাধ্যমে বিশ্বের যেকোনও প্রান্তে তিন থেকে সাত দিনের মধ্যে পাসপোর্ট পৌঁছে দিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের সঙ্গে চুক্তি করেছে পাসপোর্ট অধিদফতর।


উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট অধিদফতের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, ‘বর্তমান সরকারের আমলে সারাদেশে ৬৪ জেলায় মোট ১৭টি পাসপোর্ট অফিস, বিদেশের ৬৫টি বাংলাদেশ মিশনে এমআরপি-এম আরভি উইং, ৭টি ভিসা সেল, অত্যাধুনিক ডাটা সেন্টার, একটি ডিজাস্টার রিকভারি সেন্টার, একটি পূর্ণাঙ্গ মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং সেন্টার। এমআরপি-এমআরভি আবেদনকারীদের তথ্য সংরক্ষণ করার জন্য একটি সিকিউরিটি ডাটাবেজ করা হয়েছে।’


সারাদেশে ৩৪টি অফিসের নতুন ভবন নির্মাণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘১ কোটি ৬৪ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট প্রায় সাড়ে চার লাখ মেশিন রিডেবল ভিসা প্রদান করেছে। অধিদফতর প্রায় আট হাজার কোটি টাকা রাজস্ব আয় করে সরকারি কোষাগারে জমা করেছে।’


তিনি আরও জানান, পূর্বে অধিদফতরের সংখ্যা ছিল ১৭টি, বর্তমানে যা ৭১টি। ২০১৬ সালে ১৯ জেলা আমাদের পাসপোর্ট অফিসই সেবা প্রদানে স্রেষ্ঠ পুরস্কার জিতেছে। এছাড়া আরও ১৪ জন কর্মকর্তা এবং ১৮ জন কর্মচারী শ্রেষ্ঠ সেবা দাতা হিসাবে বিবেচিত হয়েছেন।


এসময় স্বরাষ্ট্র সচিবসহ পাসপোর্ট অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে