বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ০৯:২৩:৫৬

২৬ মার্চ থেকে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শুরু

২৬ মার্চ থেকে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শুরু

নিউজ ডেস্ক:  ‘দুর্নীতি হলে শেষ-নিজে বাঁচব, বাঁচবে দেশ’ প্রতিপাদ্যে আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে ইতোমধ্যে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। ২৬ মার্চ সকাল ৮টায় দুদকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করবেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এছাড়া ২৭ মার্চ দুদকের সততা সংঘের সদস্যদের সমাবেশ ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করবেন এবং পরদিন ২৮ মার্চ রাজধানীতে মানববন্ধন করবেন দুদকের কর্মকর্তা-কর্মচারীরা।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে