রবিবার, ১৮ জুন, ২০১৭, ১২:৪৫:৪১

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে আটকা পড়েছেন মুসা ইব্রাহীম

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে আটকা পড়েছেন মুসা ইব্রাহীম

নিউজ ডেস্ক : ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে দলবলসহ অটকা পড়েছেন মুসা ইব্রাহীম। এতে তারা খাবার সঙ্কটে পড়েছেন বলে জানা গেছে। এ খবর নিশ্চিত করেছেন মুসার স্ত্রী উম্মে সরাবন তহুরা।

তিনি জানান, শনিবার পর্বোতারোহী মুসা ইব্রাহীমের সহআরোহী সত্যরূপ সিদ্ধান্ত স্যাটেলাইট ফোন থেকে তাদের খাবার শেষ হয়ে যাওয়ার বার্তা পাঠিয়েছেন। মুসার অন্য সহআরোহীর নাম নন্দিতা।

উম্মে সরাবন তহুরা সাংবাদিকদের আরো বলেন, ‘মুসা বেজ ক্যাম্পে আটকে পড়েছে। আজকে তাদের খাবারও ফুরিয়ে গেছে। কিন্তু আবহাওয়ার এতটাই প্রতিকূল যে তাদের উদ্ধার করতে হেলিকপ্টারও যেতে পারছে না। এতে তাদেরকে নিয়ে পরিবারের সদস্যরা খুবই দুশ্চিন্তায় রয়েছেন।’

প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে ২০১০ সালের ২৩ মে মাউন্ট এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। পরে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো জয় করেন মুসা।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে