শনিবার, ২৪ জুন, ২০১৭, ০৪:৩৫:২২

ঈদের জামাত ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ঈদের জামাত ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের নিরাপত্তা সুদৃঢ় ও নিশ্ছিদ্র করতে জাতীয় ঈদগাহ কেন্দ্রীক ঢাকা মেট্রোপলিটন পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

শনিবার সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের নামাজের নিরাপত্তায় ডিএমপি’র গৃহীত ব্যবস্থা সম্পর্কে উপস্থিত গণমাধ্যমে ব্রিফিংকালে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।

কমিশনার বলেন, ‘ডিএমপি’র পক্ষ থেকে ঈদের জামাতে নিশ্ছিদ্র ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা শহরের প্রধান ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ টায়। এছাড়াও বায়তুল মোকাররম মসজিদসহ প্রায় ৫০০ জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। পুলিশের পক্ষ থেকে প্রতি ঈদের জামাতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।’

জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘জাতীয় ঈদগাহে প্রবেশে প্রতিটি চেকপোস্টে তল্লাশীকালে পুলিশকে সহযোগিতা করুন। মুসল্লিরা জায়নামাজ ব্যতীত কোন ধরণের ভেনিটি ব্যাগ, ব্যাগ, ট্রলি ব্যাগ, অস্ত্র, ছুরি, চাকু, কাচি, গোলাবারুদ ও দার্হ্য পদার্থ সাথে নিয়ে আসবেন না। জায়নামাজ ও ছাতা চেকপোস্টে পুলিশের নিকট খুলে দেখাবেন।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঈদগাহের আধা কিলোমিটারের মধ্যে কোন মোটরসাইকেল ও গাড়ি আনা যাবে না। মোটরসাইকেল ও গাড়ি ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। ঈদের জামাত শেষে সকলে একসাথে তাড়াহুড়া করে বের না হয়ে সম্ভাব্য দূর্ঘটনা এড়ানোর জন্য ধীরে সুস্থে সু-শৃঙ্খলভাবে ঈদগাহ থেকে বের হবেন।’ যেকোন প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে নগরবাসীকে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে