শনিবার, ১২ আগস্ট, ২০১৭, ১০:১৩:০৭

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

 দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম।  ভরি প্রতি বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা।

রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৮ টাকা দরে। গেলো ২৮ জুলাই থেকে এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৪৭ হাজার ১১২ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ১ হাজার ৫২৬ টাকা বেড়েছে।

২২ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণেরও।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী,  ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৫ হাজার ১৯৮  টাকা থেকে এক হাজার ১২৮৪ টাকা বেড়ে বিক্রি হবে ৪৬ হাজার ৪৮০ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ ১ হাজার ১৬৬ টাকা বেড়ে ভরি প্রতি বিক্রি হবে ৪০ হাজার ৮২৫ টাকা দরে।

অন্যদিকে, সনাতন স্বর্ণ ভরিপ্রতি ২৫ হাজার ৬৬১ টাকা থেকে ৫৮৩ টাকা বেড়ে বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকায়।

এদিকে, সব ধরনের স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে দেশে ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে