সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০৮:১৯:০৯

রাজ্জাকের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

রাজ্জাকের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাক আর নেই। আজ বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিকাল ৫টা ২০ মিনিটে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ রাজ্জাককে। সেখানে তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। ৬ টা ১৩ মিনিটে মারা যান তিনি।  রাজ্জাকের বয়স হয়েছিল ৭৭। তিনি নিউমোনিয়াসহ বার্ক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

নায়করাজের অন্তিম সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট, স্ত্রী লক্ষীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। কিংবদন্তী এই অভিনেতার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক জানিয়েছেন।
 এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে