সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০৮:০২:৪০

বাংলাদেশ-ভারত সীমান্তে 'ইসরাইল মডেল' চালুর ঘোষণা

 বাংলাদেশ-ভারত সীমান্তে 'ইসরাইল মডেল' চালুর ঘোষণা

নিউজ ডেস্ক:  বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ নিয়ে দু দেশই অনেক বেশি চিন্তিত। তারই প্রেক্ষিতে সোমবার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে খুব শিগগিরি চালু হতে যাচ্ছে ইসরাইলি মডেল। সোমবার কোলকাতা থেকে প্রকাশিত এক বাংলা দৈনিকে এ খবর দিয়ে আগামী বছর থেকে সীমান্তে ইসরাইলি প্রযুক্তি ব্যবহার করা হবে বলে বলা হয়েছে।

বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (দক্ষিণবঙ্গ) অজয় কুমার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। খুব শিগগিরি আরো কয়েকটি প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাও চালু করার কাজ শুরু হয়ে যাবে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মকর্তা বলেন, ওই ব্যবস্থা চালু হলে অনুপ্রবেশ ও চোরাচালান প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ইসরাইলে ওই ব্যবস্থা থাকায় এটিকে ‘ইসরাইল মডেল’ও বলা যেতে পারে।

বিএসএফ সূত্রে প্রকাশ, সীমান্তে ১৫০ মিটার পরপর নাইট ভিশন সিসিটিভি ক্যামেরায় এক ধরনের সফটওয়্যার বসানো থাকবে। সীমান্তের পাঁচশ’ মিটার এলাকায় লোকজনের যাতায়াত হলে কিংবা সেখানে অবস্থানগত কোনও পরিবর্তন হলে বিএসএফ ক্যাম্পের কন্ট্রোল রুমে অ্যালার্ম বেজে উঠবে। এরপরেই দ্রুত ‘কুইক রিঅ্যাকশন টিম’ সেখানে গিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে। গোটা ব্যবস্থাটিই প্রযুক্তি নির্ভর।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে