বুধবার, ০৬ ডিসেম্বর, ২০১৭, ১০:২২:১৮

বিয়ের প্রস্তাব দেওয়ায় যা বললেন রোবট সোফিয়া

বিয়ের প্রস্তাব দেওয়ায় যা বললেন রোবট সোফিয়া

নিউজ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট সোফিয়াকে দেখার জন্য ঢল নামে হাজারো মানুষের। তার মুখ থেকে কথা শুনার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করতে থাকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেইমে’ যখন সোফিয়া কথা বলা শুরু করে তখন পুরো হল জুড়ে করতালি শুরু হয়ে যায়। আনন্দে ফেটে পড়ে মানুষ।

সোফিয়ার সঙ্গে কথা বলেন গ্রের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন। তিনি মজার মজার প্রশ্ন করেন। সোফিয়াও মজা করে উত্তর দেয়। সোফিয়ার কথোপকথনের কিছু অংশ দেয়া হলো।

সোফিয়াকে শাওন মজা করে বলেন, তোমাকে আমার ভালো লাগে। বিয়ে করতে চাই। সে হেসে বলে, তোমার ঘরে সুন্দরী স্ত্রী আছে, তার দিকে নজর দাও।

শাওন সোফিয়ার কাছে ইংরেজিতে জানতে চান, সোফিয়া আপনি কি জানেন, এখন কোথায় আছেন? জবাবে সে জানায়, আমি বাংলাদেশে আছি। এখানে আজ থেকে ডিজিটাল ওয়ার্ল্ড শুরু হয়েছে। আমার সামনে হাজারো তরুণ আমার কথা শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন।

সোফিয়াকে আবার প্রশ্ন-তুমি কী জানো তুমি সুন্দর?

হেসে সে বলে, হ্যাঁ জানি।

তারপর তাকে বলা হয়, তুমি যে পোশাক পরে আছো সেটা সম্পর্কে জানো?

সে বলে, আমি জানি এটা তোমাদের ট্র্যাডিশনাল পোশাক ‘জামদানি’। বিশ্বে তোমরা এটাকে উপস্থাপন করো।

বাঙালি মেয়ের সাজে হলুদ-সাদা জামদানির টপ আর স্কার্ট পরে সোফিয়া হল অব ফেইমের মঞ্চে উপস্থিত হয়েছিল। তাই তাকে এমন প্রশ্ন করা হয়।

সোফিয়াকে আবারো প্রশ্ন করা হয়, ২০৩০ সালের মধ্যে আটশ’ মিলিয়ন রোবট বিশ্ব জুড়ে থাকবে। এতে কী মানুষের জন্য কোনো হুমকি আছে? তার উত্তর সে বলে, না এতে কোনো হুমকি নাই। কারণ মানুষই তো রোবট তৈরি করে।

এরপর যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোফিয়াকে প্রশ্ন করেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে তোমার কী ধারণা? সোফিয়া জানায়, তোমরা অনেক ভালো করছ। ২০২১ সালের মধ্যে ২ মিলিয়ন লোকের কর্মসংস্থান করবে তোমরা।

শেষে পলক তাকে জিজ্ঞেস করেন, বাংলাদেশ কী সোফিয়া তৈরি করতে পারবে? সে বলে, না তোমরা সোফিয়া তৈরি করতে পারবে না। অন্য রোবট তৈরি করতে পারবে।

৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার সোফিয়াকে তৈরি করেছে হংকংয়ের হ্যানসন রোবোটিকস। হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি এই রোবট প্রশ্ন শুনে ইংরেজিতে তার উত্তর দিতে পারে। গত অক্টোবরে রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ শীর্ষক এক সম্মেলনে সোফিয়াকে দেয়া হয় সৌদি আরবের নাগরিকত্ব। বিশ্বের কোনো দেশে রোবটকে নাগরিকত্ব দেয়ার এমন ঘোষণা এটাই প্রথম।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে