শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৮:০৯

আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ

আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ

নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এ জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের।

ইজতেমা মাঠের মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, ভিআইপিদের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল জুমার নামাজে শরীক হন।

এদিকে, নামাজের প্রস্তুতি হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টুপি, ওয়ান টাইম জায়নামাজ বেচাকেনা করতে দেখা যায় অনেককেই।

টঙ্গী হলি মডেল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাকিল জানায়, বাবা-মাকে সাহায্য করার জন্য ইজতেমা মাঠে জায়নামাজ বিক্রি করতে এসেছে।

জায়নামাজ বিক্রি করছেন স্টেশনরোড এলাকার রুমাসহ (৪৫) অনেকেই। মানিকগঞ্জের দৌলতপুর এলাকার আলমের ছেলে রাকিবুল ২০০ টুপি ও ২০০ তজবীহ নিয়ে ইজতেমায় আসেন বৃহস্পতিবার। জুমার সময় পর্যন্ত তার প্রায় সবগুলো জিনিস শেষ হয়ে গেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে