রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:১২:৩৫

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে আপলোড করে ধৃত বাংলাদেশি

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে আপলোড করে ধৃত বাংলাদেশি

নিউজ ডেস্ক: প্রেমিকার নগ্ন এবং ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল সাইবার থানার পুলিশ৷ ধৃতের নাম নবকুমার ওরফে অভিজিৎ দেবনাথ৷ শুক্রবার তাকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে৷

শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন৷ ধৃতের থেকে একটি মোবাইল, দু’টি সিমকার্ড এবং একটি মেমোরি কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই মোবাইলের মাধ্যমেই ফেসবুক অ্যাকাউন্টে ছবি আপলোড করেছিল অভিজিৎ৷

জেরায় অভিজিৎ দাবি করেছে, মাসছ’য়েক আগে বাংলাদেশ থেকে উত্তর ২৪ পরগনার এক আত্মীয়ের বাড়িয়ে এসেছিল সে৷ তখন উল্টোডাঙার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রেমের তৈরি হয়৷ কিন্তু যুবতী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রতিশোধ নিতে এই কাজ করেছে সে৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান বিশাল গর্গ জানিয়েছেন, ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই যুবতীর নগ্ন ছবি আপলোড করেছিল নবকুমার৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷

পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে এক আত্মীয়ের বাড়িতে এসে ওই যুবতীকে প্রেমের জালে ফেলে নবকুমার৷ নিজের নাম-পরিচয় গোপন করার পাশাপাশি নিজেকে অবিবাহিত বলেও দাবি করে৷

বাংলাদেশে বড় ব্যবসা রয়েছে বলে বিয়ের কথাও প্রায় ঠিক করে ফেলে৷ তারপর তাদের সম্পর্ক আরও ‘ঘনিষ্ঠ’ হয়৷ একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়৷ সেই ঘনিষ্ঠ মুহুর্তের ছবি নিজের মোবাইলে তুলে রাখে অভিজিৎ৷ তারপর বাংলাদেশে ফিরে যায়৷

তাদের সম্পর্কে ফাটল ধরে যখন যুবতী জানতে পারে নবকুমার বিবাহিত এবং তার স্ত্রী বাংলাদেশে থাকে৷ তখন থেকেই নবকুমারের সঙ্গে সবরকম সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়৷ তারপরেই ওই যুবতীর নগ্ন এবং ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি ফেসবুকে আপলোড করে দেয় নবকুমার ওরফে অভিজিৎ৷ একই ছবি যুবতীর আত্মীয়দের হোয়াটস অ্যাপে পাঠিয়ে ব্ল্যাক মেল করতে থাকে৷ তারপর অভিজিতের নামে কলকাতা পুলিশের সাইবার থানায় অভিযোগ দায়ের করে যুবতী৷ তখন থেকেই অভিজিতের খোঁজ করছিল পুলিশ৷ দিনকয়েক আগে আবার সেই আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসে সে৷ তারপর সেখান থেকে কলকাতায় বেড়াতে এলে মোবাইলের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে