রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৯:২০

এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু ১৯ জানুয়ারি

এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু ১৯ জানুয়ারি

ঢাকা: শেষ হলো ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হয় আখেরি মোনাজাত। আজ (রোববার) বেলা পৌনে ১১টায় কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান আখেরি মোনাজাত পরিচালনা করেন। প্রথমবারের মতো বাংলায় আখেরি মোনাজাত করা হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন লাখো মুসল্লি।
৫৩ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি এবং ২১ জানুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

এরই মধ্যে আগামী বছর অর্থাৎ ২০১৯ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি। গেলো শুক্রবার রাতে কাকরাইল মসজিদে তাবলিগ মুরুব্বিদের পরামর্শ সভায় ওই তারিখ নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন।

তিনি বলেন, 'আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১১, ১২, ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে