মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৪৪:২৬

৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল

 ৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের দাবির মুখে ৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এছাড়াও এই ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্যাংকার্স সিলেকশন কমিটির পক্ষ থেকে সিদ্ধান্তটি জানানো হয়। খবর প্রকাশের পর রাজধানীর শাহবাগে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এসময় তারা আনন্দ উল্লাস করতে থাকে।

এর আগে সিনিয়র অফিসার পদে ৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিলসহ ২ দফা দাবিতে আন্দোলন করেন চাকরিপ্রার্থীরা।

র‌্যালি বের করে জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন করেন তারা। এরপর ব্যাংকার্স সিলেকেশন কমিটির কাছে স্মারকলিপি জমা দেয়।

এরআগে রোববার পরীক্ষা বাতিলের দাবিতে ব্যাংকার্স সিলেকশন কমিটিকে ২৪ ঘণ্টার সময় দিয়েছিল আন্দোলনকারীরা।

এ সময় দাবি মানা না হলে ২০ তারিখের দুইটি পরীক্ষা কেন্দ্র ঘেরাও করার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবারও ঘোষণা দেন তারা।

চলতি মাসের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় ৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে