রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:১৪:২৬

‘কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ পেয়েছিল বাংলাদেশ’

‘কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ পেয়েছিল বাংলাদেশ’

নিউজ ডেস্ক : কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ পেয়েছিল ঢাকা। গত জুনে সৌদি-কাতার দ্বন্দ্ব চরমে পৌঁছার প্রেক্ষিতে ওই অনুরোধ এসেছিল। ঢাকা সেই অনুরোধ ফিরিয়ে দিলে অন্তত দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম সীমিত রাখার অনুরোধ জানানো হয়। কিন্তু তাতেও বাংলাদেশ রাজি হয়নি।

এতে একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে কারও পক্ষ না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নীতি নিয়ে চলতে হয়েছে বাংলাদেশকে। অবশ্য সেই সময় রিয়াদের অবস্থানের প্রতি একাত্মতা প্রকাশ করে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র মালদ্বীপ দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

ঢাকার কর্মকর্তারা এ নিয়ে এতদিন খোলাসা করে কিছু না বললেও সমপ্রতি ‘সম্পর্ক ছিন্ন করার অনুরোধ’ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তাদের মতে, মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতীম দেশগুলোর মধ্যে দ্বন্দ্বের প্রেক্ষিতে গোটা অঞ্চলে যে অস্থিরতা চলছে তাতে বাংলাদেশ বেশ অস্বস্তিতেই রয়েছে ঢাকা। যা রুটিন কার্যক্রমেও প্রভাব ফেলছে।

কর্মকর্তাদের ভাষ্য মতে, বাংলাদেশের জন্য মধ্য-প্রাচ্যের প্রতিটি দেশ গুরুত্বপূর্ণ। ইরান-কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্রদের বিরোধে খুব যে সমস্যা হচ্ছে, তা কিন্তু নয়। তবে এটি স্বস্তিকর নয়।

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে কাতারসহ বিভিন্ন দেশ আগ্রহী জানিয়ে এক কর্মকর্তা বলেন, কিন্তু বাংলাদেশ এতে এখনই সাড়া না দেয়ার নীতি নিয়েছে। একই সঙ্গে ইরান ও কাতার বিরোধীদের সঙ্গে বৈঠক এবং অন্যান্য যোগাযোগেও দেশ দু’টির বিষয়ে (তাদের বিরোধের বিষয়ে) কোনো মন্তব্য বা অবস্থান গ্রহণ না করার নীতি নিয়েছে বাংলাদেশ। এমজমিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে