সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৫৬:৪৮

খালেদা জিয়ার রায়ের কপি নিয়ে এখন যা করবে দুদক

খালেদা জিয়ার রায়ের কপি নিয়ে এখন যা করবে দুদক

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের সত্যায়িত কপি নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এখন কি করবে দুদক। জানা গেছে, ওই মামলায় পাঁচ বছরের দণ্ডাদেশ পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিনের আবেদন করলে দুদক তার বিরোধিতা করবে।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সোমবার বিকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। দুদকের আইনজীবী বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের কর্মচারীদের কাছ থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের সত্যায়িত কপি সংগ্রহ করেন।

কপি সংগ্রহ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন কাজল বলেন, ‘আজ রায়ের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করলাম। এখন এটি দুদকের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। ওখান থেকে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত এলে আমরা আপিল করব।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া আদালতে জামিনের আবেদন করলে আমাদের কাছে একটি কপি পাঠাবে। সেই কপি পাওয়ার পর আমরা জামিনের বিরোধিতা করব।’

কাজল আরো বলেন, ‘আমরা খালেদা জিয়ার সাজা চেয়েছিলাম যাবজ্জীবন। কিন্তু আদালত তার বয়স বিবেচনায় দিয়েছেন পাঁচ বছর সাজা। সেই বিষয়ে আমরা দুদকের সাথে যোগাযোগ করে আপিল দায়েরের সিদ্ধান্ত নিব।’

কাজলের আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের সত্যায়িত কপি সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের পেশকার মো. মোকাররম হোসেন জানান, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায়টি ছিল ৬৩২ পৃষ্ঠার। আজ রায়ের এক হাজার ১৭৪ পৃষ্ঠার সত্যায়িত কপি খালেদা জিয়ার আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়।

রায়ের সত্যায়িত কপি দিয়ে হাইকোর্ট বিভাগে আপিল করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই আপিলে জামিনের আবেদন করা হবে। জামিন মঞ্জুর করা হলে ওই আদেশ ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে পাঠানো হবে। এর পরে আদালতে আবার জামিননামা দাখিলের অনুমতি চাইবেন আইনজীবীরা।

বিচারক ওই জামিননামা দেওয়ার অনুমতি দিলে খালেদা জিয়ার পক্ষে মুচলেকা (বন্ড) দিতে হবে। তখন একটি রিলিজ আদেশ কারাগারে পাঠানো হবে। ওই রিলিজ আদেশ পাওয়ার পর কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে মুক্তি দেবেন, যদি অন্য মামলায় গ্রেপ্তার না হন।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। সাজা ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। রায় ঘোষণার তিন দিন পর আদালতের নির্দেশে তাঁকে ডিভিশন বা প্রথম শ্রেণির বন্দির মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে