মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:১৪:২৭

রাজধানীর তেজগাঁওয়ে মাঝসড়কে গাড়িতে আগুন

রাজধানীর তেজগাঁওয়ে মাঝসড়কে গাড়িতে আগুন

ঢাকা : রাজধানীর তেজগাঁও বিজি প্রেসের সামনের সড়কে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, আগুনের কারণ গাড়ির রেডিয়েটর। সোমবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, তেজগাঁও বিজি প্রেসের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় বনানী এলাকায় আজিমপুর টু গাজীপুর রুটের ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বনানীর যন্ত্রচালিত ফুটওভার ব্রিজের কাছে ভিআইপি ২৭ নম্বর বাসে হঠাৎই আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, বাসটি আজিমপুর থেকে গাজীপুরে যাচ্ছিল। বনানী এলাকায় বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে