মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮, ০৭:০০:০৮

কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস ও মির্জা ফখরুল

কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস ও মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : এই ছেলেগুলোর অপরাধ কী তা আমি বুঝতে পারি না। এই বাংলাদেশে আমাদের (বিএনপি) অবস্থা কী? স্টেটাস (মর্যাদা) ও অবস্থান কি রোহিঙ্গাদের চেয়ে খারাপ হয়ে গেল?

তারা যখন খুশি ধরে নিয়ে যাবে, যখন খুশি তাকে মেরে ফেলবে? কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারা হেফাজতে মারা যাওয়া ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের জানাজায় অংশ নিয়ে মঙ্গলবার বিকালে এই ক্ষোভ ঝাড়েন মির্জা আব্বাস।

জোহরের নামাজের পর এই ছাত্রদল নেতার জানাজা হয় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। এ সময় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা আব্বাস। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কান্নায় ভেঙে পড়েন।

গত ৬ মার্চ তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে আটক করে পুলিশ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী জাকির মারা যান সোমবার।

অসুস্থ হয়ে পড়ার পর কারাগার থেকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে বিএনপির অভিযোগ, অসুস্থতা নয়, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে এই ছাত্রদল নেতার।

এই ছাত্রদল নেতার জানাজায়ে আইনশঙ্খলা বাহিনীর প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘হাইকোর্টের নির্দেশ আছে সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সেই নির্দেশ অমান্য করছে আজকে পেটোয়া বাহিনী হিসেবে। এরা সরকার কিংবা দেশের রক্ষক নয়। এটা আওয়ামী সরকারের রক্ষক। মানুষের রক্ষক নয়।’

আল্লাহর কাছ বিচার দিয়ে আব্বাস বলেন, ‘যাদের কাছের আমি আশ্রয় নেব, তারাই যদি আমাকে পিটিয়ে মেরে ফেলে, তাদের কাছে যদি বিচার না পাই,আমরা কোথায় যাব?’।

‘দেশনেত্রীকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। আমরা তার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। সেখান থেকেও ছো মেরে চিলের মত শকুনের মতো একটি সুস্থ ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হল। আর জীবিত পাওয়া গেলে না। আমরা কোন দেশে বসবাস করছি?’

পরে ছাত্রদল নেতা জাকিরের স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিন। আমাদের সন্তান ও আগামী প্রজন্মকে মুক্তি দিন। গণতন্ত্রকে মুক্তি দিন।’

ছাত্রদল নেতা পুলিশি নির্যাতনে মারা গেছেন অভিযোগ করে ফখরুল বলেন, ‘মিলন শহীদ হয়ে গেলো, শহীদের তালিকায় আরও একটি নাম যোগ হলো। বর্তমান ফ্যাসিস্ট সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, তাদের মধ্যে শহীদ মিলন অন্যতম। আমরা তাকে স্যালুট জানাই। স্যালুট মিলন।’

ফখরুল বলেন, ‘তার এ অকাল চলে যাওয়া আমাদেরকে আরও শক্তি যুগিয়েছে এবং দলকে আরও ঐক্যবদ্ধ করেছে। সারা বাংলাদেশ আজ বিচারবহির্ভুত হত্যা, গুম ও খুনে বধ্যভূমিতে পরিণত হয়েছে। মিলনের শাহাদাত বরণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পথ দেখিয়ে দিয়েছে। সেই পথেই আমাদের বিজয় অর্জিত হবে।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে