রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:১৬:২০

‘আমি না, দুই সন্তানের গায়ে আগুন দেন প্রেমিক মোমিন’

‘আমি না, দুই সন্তানের গায়ে আগুন দেন প্রেমিক মোমিন’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিজ সন্তানের গায়ে আগুন দিয়ে হত্যার ঘটনায় জবানবন্দি দিয়েছেন মা শেফালী বেগম। জবানবন্দিতে শেফালী বলেন, সন্তানদের গায়ে তিনি আগুন দেননি। আগুন দিয়েছেন তার পরকীয়া প্রেমিক মোমেন।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শেফালীর জবানবন্দি রেকর্ড করেছেন। এর সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী অফিসার এসআই কাশেম জানান, শেফালীকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে পরে তার দুই সন্তানের গায়ে আগুন দেন পার্শ্ববর্তী বাড়ির মোমেন। এসময় অগ্নিদগ্ধ হয়ে হৃদয় (৯) মারা যায়। আশপাশের লোকজন আরেক সন্তান শিহাবকে (৭) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এদের মধ্যে হৃদয় ৩৫নং বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আর দগ্ধ তার ছোট ভাই জিহাদ হোসেন শিহাব (৭) একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের বাবার নাম আনোয়ার হোসেন। তিনি লিবিয়া প্রবাসী।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোমেন ও শেফালীর একাধিক ছবি ভাইরাল হয়ে উঠেছে। এতে দেখা গেছে দুজনের ঘনিষ্ঠ সময়ের একাধিক ছবি।

স্থানীয়রা জানান, এ ছবিটি কয়েক বছর আগের। ওই ছবি এবং এ সম্পর্কিত ভিডিও ধারণ করেই মূলত মোমেন শেফালীর সঙ্গে বারবার অনৈতিক সম্পর্কে জড়াতেন।

তাছাড়া আরেকটি ছবিতে মোমেনকে দেখা গেছে সেখানকার আওয়ামী লীগ ও যুবলীগ নেতা ইকবাল পারভেজের সঙ্গে। মোমেন মূলত ইকবাল পারভেজের কর্মী বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে বাড়ৈপাড়ার বিল্লাল হোসেনের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে কেরানীগঞ্জের সুন্দর আলীর মেয়ে শেফালীর বিয়ে হয়। পরে তাদের দুই ছেলের জন্ম হয়। আনোয়ার বিদেশে থাকার সময় পার্শ্ববর্তী মোমেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন শেফালী।

এ নিয়ে তিন মাস আগে এলাকায় কয়েকবার সালিশি বৈঠকও হয়। তখন সিদ্ধান্ত হয় শেফালী বাবার বাড়িতে চলে যাবেন। কিন্তু শেফালী বিষয়টি না মেনে শ্বশুর বাড়িতেই থাকছিলেন। এসব নিয়ে শ্বশুর বাড়ির লোকজন ও স্বামীর সঙ্গে শেফালীর মনোমালিন্য দেখা দেয়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে