শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ০৯:০৪:৫৭

সরকারি চাকরিজীবীদের জন্য খুশির খবর

সরকারি চাকরিজীবীদের জন্য খুশির খবর

ঢাকা: আগামী সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে খুশির খবর। ঈদের আগেই লম্বা ছুটি পাচ্ছেন তারা। এই ছুটির ফাঁদটা তৈরি হচ্ছে আগামী শুক্রবার থেকে। কারণ আগামী ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মাত্র দুই দিন অফিস খোলা। বাকি সাত দিন ছুটি কাটাবেন কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার অফিস খোলা। পহেলা মে মঙ্গলবার মহান মে দিবস। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে বৃহস্পতিবার অফিস খোলা। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তার মানে ৩০ এপ্রিল আর ৩ মে এই দুইদিন ছুটি নিলেই ৯দিন ছুটি উপভোগ করার সুযোগ মেলবে সবার।

বাংলাদেশ সরকারের সরকারি ছুটির তালিকায় দেখা যায় চলতি বছরের ঈদুল ফিতরের (চাঁদ দেখার উপর নির্ভরশীল) সম্ভাব্য ছুটি হতে পারে ১৫ থেকে ১৭ জুন। যেখানে ঈদের ছুটি মাত্র তিন দিন, সেখানে আগামী সপ্তায় দুইদিন ছুটি নিয়েই সরকারি কর্মচারীরা নয়দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে