বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০৪:৪৮

আকাশে কালবৈশাখীর কবলে রিজেন্টের বিমান!

আকাশে কালবৈশাখীর কবলে রিজেন্টের বিমান!

নিউজ ডেস্ক : আকাশে কালবৈশাখীর কবলে রিজেন্টের বিমান! যশোর-ঢাকা রুটে চলাচলকারী বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান কালবৈশাখীর কবলে পড়ে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে যশোর বিমানবন্দরে অবতরণের কিছু আগে আকাশেই ঝড়ের কবলে পড়ে বিমানটি।

বিমানের যাত্রী ইরফান হোসেন জানান, রাত সাড়ে নয়টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের আর এক্স ৬৫২ নম্বর বিমানটি ৬৭ জন যাত্রী নিয়ে যশোরের উদ্দেশ্য ঢাকা থেকে রওনা দেয়। যশোর বিমানবন্দরে অবতরণের কিছু আগেই বিমানটি ঝড়ের কবলে পড়ে জার্কিং করতে থাকে। তখন যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন।

পাইলট অনেক চেষ্টার পর রাত ১০টার দিকে বিমানটি অবতরণ করেন। এ সময় আতঙ্কিত হয়ে তার মা আবেদা সুলতানা মুন্নিসহ দুইজন অসুস্থ হন। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।

অসুস্থ অন্যজন হলেন যশোর-নড়াইল রোডের বাসিন্দা রীনা বেগম (৪০)। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, বেশি অসুস্থ হওয়ায় রীনাকে ভর্তি করা হয়েছে। আর মুন্নিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে রিজেন্ট এয়ারওয়েজের কোনো দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে